প্রশ্ন
জানাযার নামাযে প্রতি তাকবীরের সময় কি হাত উঠাতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, বরং শুধু প্রথম তাকবীরে হাত উঠাতে হবে। বাকি তাকবীরগুলোতে হাত উঠাতে হবে না। হাদিস শরিফে এসেছে,
عَن عبد الْعَزِيز بن حَكِيم الْحَضْرَمِيّ قَالَ رايت عبد الله بن عمر اذا صلى على الْجِنَازَة رفع يَدَيْهِ فِي التَّكْبِيرَة الاولى وَلَا يرفع فِي غَيرهَا
‘আব্দুল আজীজ ইবনে হাকীম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমর (রা.)-কে দেখলাম, তিনি জানাযার নামাযে প্রথম তাকবীরে হাত উঠালেন। বাকিগুলোতে হাত উঠাননি।’ [আল হুজ্জাহ আলা আহলিল মাদীনাহ ১/৩৬২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24477/article-details.html