প্রশ্ন
ওড়নার উপর দিয়ে যদি চুল দেখা যায় তাহলে কি নামায হবে না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ওড়না যদি এত পাতলা হয় যে, যার কারণে শরীর বা চুল দেখা যায় তাহলে এ ধরনের ওড়না পরলে সতর ঢাকার ফরয আদায় হবে না। হাদিস শরিফে এসেছে,
مالك، عن علقمة بن أبي علقمة، عن أمه أنها قالت: دخلت حفصة بنت عبد الرحمن على عائشة زوج النبي صلى الله عليه وسلم وعلى حفصة خمار رقيق، فشقته عائشة، وكستها خمارا كثيفا.
‘আলকামা ইবনে আবী আলকামা তার মা থেকে বর্ণনা করেন, একবার হযরত হাফসা বিনতে আবদুর রহমান একটি পাতলা ওড়না পরিহিত অবস্থায় হযরত আয়েশা (রা.)-এর নিকটে এলেন। তখন আয়েশা (রা.) ওড়নাটি নিয়ে ছিঁড়ে ফেললেন এবং একটি মোটা ওড়না তাকে পরিয়ে দিলেন।’ [মুয়াত্তা মালেক, পৃ: ৩৬৬]
চুল যেহেতু নামাযে সতরের অন্তর্ভুক্ত। তাই এ জাতীয় ওড়না পরিধান করে নামায পড়লে নামায হবে না।
রদ্দুল মুহতার ১/৪১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24473/article-details.html