প্রশ্ন
লটারির টাকা দিয়ে ল্যাপটপ ক্রয় করে সেই ল্যাপটপ ব্যবহার করা যাবে কি
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রতিটি মানুষের জন্যই জরুরি হলো, এই পরিমাণ জ্ঞান অর্জন করা যেন দিনরাতের সমস্ত কাজ ইসলামি শরিয়ত মোতাবেক করতে পারে এবং হারাম থেকে বেঁচে থাকতে পারে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। জাহান্নামই তার জন্য অধিক উপযুক্ত।’ [মুসনাদে আহমাদ, হাদিস:১৪৪৪১]
আপনার প্রশ্নের উত্তর নিম্নরূপ:
ক্রয়কৃত ল্যাপটপটি দিয়ে আপনি যদি কোনো কাজ শিখেন কিংবা কোনো কিছু উপার্জন করেন তাহলে আপনার জন্য তা বৈধ হবে।
তবে আপনার জন্য জরুরি হলো, লটারি থেকে প্রাপ্ত টাকার সমপরিমাণ টাকা দ্রুত সদকা করে দেওয়া।
বাদায়েউস সানায়ে ৬/১৫০; ফিকহুল বুয়ু ২/১০১১; হালাল ও হারাম কে আহকাম, পৃ. ৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1680/article-details.html