প্রশ্ন
আমি একটি ফ্ল্যাট কিনেছি। তাতে উঠতে চাচ্ছি। জানতে চাচ্ছি, উঠার আগে কি হুজুর দিয়ে দোয়া করাতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, হুজুর দিয়ে দোয়া করানো জরুরি নয়। বরং নতুন বাসায় উঠার আগে দোয়া করে তারপর উঠা মুস্তাহাব। রাসূল (সা.) নতুন স্থানে অবস্থানের আগে দোয়া পাঠ করে তারপর অবস্থান করতে বলেছেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا نَزَلَ مَنْزِلًا قَالَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْمَنْزِلِ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْهُ
‘তোমাদের কেউ কোন গন্তব্যে পৌঁছে যদি এই দোয়া পড়ে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক (আমি আল্লাহ পাকের কল্যাণকর বাক্যাবলীর উসীলায় তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি), তাহলে সে স্থান থেকে বিদায় হওয়ার পূর্ব পর্যন্ত কোন কিছু তার ক্ষতি করতে পারবে না।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৫৪৭]
আরেক হাদিস এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
إِذَا وَلَجَ الرَّجُلُ بَيْتَهُ فَلْيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِاسْمِ اللهِ وَلَجْنَا وَبِاسْمِ اللهِ خَرَجْنَا، وَعَلَى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا، ثُمَّ لِيُسَلِّمْ عَلَى أَهْلِهِ
‘যখন কোন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে, তখন সে যেন বলে, ইয়া আল্লাহ্! আমি আপনার কাছে ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সময় কল্যাণ প্রার্থনা করছি। আমি আল্লাহ্র নাম নিয়ে ঘরে প্রবেশ করছি এবং আল্লাহ্র নাম নিয়ে ঘর থেকে বের হচ্ছি। আমি আল্লাহ্র উপর, যিনি আমাদের রব তাঁর ভরসা করছি। এরপর সে যেন তার পরিবার-পরিজনদের উপর সালাম করে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৯৬]
এক্ষেত্রে নিজে দোয়া করলেও হবে। আবার ভালো কোনো হুজুর দিয়ে দোয়াও করানো যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24441/article-details.html