প্রশ্ন
সূরা ওয়াকিয়ার ফজিলত কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাতে সূরা ওয়াকিয়া পাঠ করার ফজিলত একটি যয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
مَنْ قَرَأَ سُورَةَ الْوَاقِعَةِ كُلَّ لَيْلَةٍ لَمْ تُصِبْهُ فَاقَةٌ أَبَدًا
‘যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, কখনই দারিদ্র তাকে স্পর্শ করবে না।’ [তাফসীরে ইবনে কাসীর ৭/৫১২]
উলামায়ে কেরাম বলেন, ফাজায়েলের ক্ষেত্রে যয়ীফ হাদিস গ্রহণযোগ্য। ইমাম নববি (রহ.) বলেন,
قال العلماءُ من المحدّثين والفقهاء وغيرهم: يجوز ويُستحبّ العمل في الفضائل والترغيب والترهيب بالحديث الضعيف ما لم يكن موضوعاً
‘মুহাদ্দিসীন ও ফুকাহায়ে কেরাম এবং অন্যান্য ওলামায়ে কেরাম বলেন, দুর্বল হাদীসের উপর ফাজায়েল, উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শন এর ক্ষেত্রে আমল করা জায়েয ও মুস্তাহাব। যখন উক্ত হাদিসটি জাল না হয়।’ [আল আজকার, পৃ. ৮]
কাজেই আবশ্যক মনে না করে এর উপর আমল করতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24437/article-details.html