প্রশ্ন
আমাদের গ্রামের অনেক মহিলার মাঝে গোসলের সময় একটি দোয়া পড়ে নিয়ত করার প্রচলন রয়েছে। নিয়তটি এমন ‘নাওয়াইতুল গোসলা লিরাফয়িল জানাবাতি …।’ এ ধরনের দোয়া কুরআন হাদিসে আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সকল আমলের ক্ষেত্রে সওয়াব পাওয়ার জন্য অন্তরে নিয়ত করা জরুরি। হাদিস শরিফে আছে, রাসূল (সা.) বলেন,
‘আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল।’ [সহিহ বুখারি, হাদিস:১]
তাই গোসলের সময় মনে মনে নিয়ত করবে।
তবে উল্লিখিত নিয়ত কুরআন হাদিসে পাওয়া যায় না।
এটা বানোয়াট একটি দোয়া। তাই তা অবশ্যই পরিত্যাজ্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1676/article-details.html