প্রশ্ন
আমার এক হিন্দু বন্ধু আছে। সে আমাকে ঈদের সময় শুভেচ্ছা জানিয়েছে। জানতে চাচ্ছি, আমি তাকে পূজার সময় শুভেচ্ছা জানাতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাফেরদের উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা জানানো নাজায়েয ও হারাম। তাদের উৎসবে শুভেচ্ছা জানানোর অর্থই হল তাদের এ কাজকে সমর্থন করা। আর একজন মুসলমানের জন্য তাদের কুফরি ও শিরকি কাজে সমর্থন জানানো জঘন্যতম গুনাহের কাজ। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
إِن تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنكُمْ ۖ وَلَا يَرْضَىٰ لِعِبَادِهِ الْكُفْرَ
‘তোমরা যদি কুফুরী কর তবে (জেনে রেখ), আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। তিনি তাঁর বান্দাদের জন্য কুফুরী আচরণ পছন্দ করেন না।’ [সূরা যুমার, আয়াত: ৭]
ইবনুল কাইয়্যিম (রহ.) তার কিতাবে লিখেন,
‘যে ব্যক্তি কারো গুনাহের কাজ, বিদআত বা কুফরি কাজের কারণে অভিনন্দন জানায়, সে নিজেকে আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির সামনে পেশ করে।’ [আহকামু আহলিয যিম্মাহ ১/৪৪১]
কাজেই আপনার জন্য উক্ত কাজ করা বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24418/article-details.html