প্রশ্ন
বিবাহিত নারীরা তো জান্নাতে হুরদের সর্দারনী হবে। কিন্তু অবিবাহিত নারীরা জান্নাতে কি পাবে? তারা পুরুষ হুর পাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অবিবাহিত জান্নাতী নারীদেরকে এই স্বাধীনতা দেওয়া হবে যে, সে ইচ্ছা করলে কোনো জান্নাতী অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবে। কিংবা ইচ্ছা করলে তার জন্য আল্লাহ তাআলা পুরুষ হুর তৈরি করে দিবেন। তার সাথে তার বিয়ে হবে। ইবনে তাইমিয়া (রহ.) বলেন,
ولو ماتت قبل ان تتزوج تخير ايضا ان رضيت بآدمى زوجت منه، وان لم ترض فالله يخلق ذكرا من الحور العين فيزوجها منه
‘কোনো নারী বিয়ের আগে মারা গেলে জান্নাতে তাকে স্বাধীনতা দেওয়া হবে। ইচ্ছা করলে কোনো জান্নাতী পুরুষকে বিয়ে করবে। এটা পছন্দ না হলে আল্লাহ তাআলা পুরুষ হুর সৃষ্টি করে তার সাথে বিয়ে দিবেন।’ [মাজমুউল ফাতওয়া ৩/১৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24364/article-details.html