প্রশ্ন
আমি একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়েছি। জানতে চাচ্ছি, আমি কি মালিকের অনুমতি ছাড়া সাবলেট ভাড়া দিতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মালিকের অনুমতি ছাড়া তার মালিকানাধীন ঘরে হস্তক্ষেপ করা বৈধ নয়। কাজেই আপনি মালিকের অনুমতি ছাড়া সাবলেট ভাড়া দিতে পারবেন না। হাদিস শরিফে এসেছে,
আশআছ (রহ.) বলেন: ‘আমি শাবী ও হাকাম (রহ.)কে জিজ্ঞাসা করলাম: এক ব্যক্তি একটি উট ভাড়া নিয়ে যে মূল্যে ভাড়া নিয়েছে তার চেয়ে বেশি মূল্যে অন্যত্র ভাড়া দেয়-এটা কি বৈধ? জবাবে তারা বললেন, সে যদি তাতে নিজে শ্রম দেয় বা কোনো মজুর রাখে তাহলে অসুবিধা নেই।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ২৩৭৬৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24360/article-details.html