প্রশ্ন
বর্তমানে বিভিন্ন দোকান ও সুপারশপে ভেন্ডিং মেশিন দেখা যায়। জানতে চাচ্ছি, এগুলো থেকে কোনো কিছু ক্রয় করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ক্রয়-বিক্রয় বৈধ হওয়ার একটি মৌলিক শর্ত হলো, ক্রেতা-বিক্রেতা উভয়ে সম্মত থাকা। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ
‘হে মুমিনগণ, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন-সম্পদ অন্যায়ভাবে খেয়ো না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা।’ [সূরা নিসা, আয়াত: ২৯]
যেহেতু উক্ত শর্তটা ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে পাওয়া যায়, তাই ভেন্ডিং মেশিন দ্বারা ক্রয়-বিক্রয় করা বৈধ হবে।
রদ্দুল মুহতার ৩/৫১৩; মুহিতুল বুরহানী ৯/২২৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24358/article-details.html