প্রশ্ন
তাহিয়্যাতুল মসজিদ নামাজ কী? এ নামাজ কখন পড়তে হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তাহিয়্যাতুল মসজিদ হলো, মসজিদে প্রবেশ করার পর দুই রাকাত নফল নামাজ পড়া।
এ নামাজ পড়া মুস্তাহাব।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلَا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ
অর্থ: ‘তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দুই রাকাত নামাজ পড়া ব্যতীত না বসে।’ [সহিহ বুখারী, হাদিস:১১৬৩]
এ হাদিসের ভিত্তিতে ইমাম নববি (রহ.) বলেন,
أجمع العلماء على استحباب تحية المسجد
“এ ব্যাপারে উলামায়ে কেরাম একমত যে, তাহিয়্যাতুল মসজিদ (মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়া) মুস্তাহাব”।
আল মাজমু ৩:৫৫৪।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1669/article-details.html