প্রশ্ন
এক লোক আমাদের মাদরাসায় তার ছেলের জন্মদিন উপলক্ষ্যে মিষ্টি দিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত মিষ্টি খাওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জন্মদিন পালন একটি বিজাতীয় সংস্কৃতি। আর ইসলামি শরিয়তে বিজাতীয় সংস্কৃতির অনুসরণকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
হাদিস শরিফে এসেছে,
عن ابن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم
‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১]
তবে উক্ত মিষ্টি যেহেতু হালাল তাই হালাল খাদ্য হিসেবে তা খাওয়া যাবে। কিন্তু জন্মদিনের উপলক্ষ্য মনে করে তা খাওয়া যাবে না।
আপনাদের দায়িত্ব হল উক্ত বাচ্চার বাবাকে বিষয়টি বুঝিয়ে দেওয়া। যেন, ভবিষ্যতে তিনি এমন কাজ থেকে বিরত থাকেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24299/article-details.html