প্রশ্ন
আমার একটা বাচ্চা মারা গিয়েছে। আমি চাচ্ছি, মসজিদে তার ঈসালে সওয়াবের জন্য মিষ্টি দিব। জানতে চাচ্ছি, মিলাদ পড়িয়ে দিতে হবে নাকি মিলাদ ছাড়াই দিব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বর্তমানে প্রচলিত কুলখানি, চল্লিশা ইত্যাদি পালন করা বিদআত। রাসূল (সা.), সাহাবায়ে কেরাম এমনকি তাদের পরবর্তী কোনো আলেম, ফকিহ, মুহাদ্দিস তা পালন করেননি। তবে মৃতের ইসালে সওয়াবের জন্য নামায, রোযা, হজ্জ, দান-সদকা ও গরিবদের খাওয়ানোসহ সব ধরনের নেক আমল করা যাবে। তবে এক্ষেত্রে মসজিদে না খাইয়ে আপনি গরিবদেরকে খাওয়াতে পারেন। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما: أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ، فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: نَعَمْ، حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللهَ، فَاللهُ أَحَقُّ بِالْوَفَاءِ
‘ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, জুহাইনা গোত্রের একজন মহিলা রাসূল (সা.) -এর নিকট এসে বললেন, আমার আম্মা হজ্জের মান্নত করেছিলেন তবে তিনি হজ্জ আদায় না করেই ইন্তিকাল করেছেন। আমি কি তার পক্ষ হতে হজ্জ করতে পারি? রাসূল (সা.) বললেন, তার পক্ষ হতে তুমি হজ্জ আদায় কর। তুমি এ ব্যাপারে কি মনে কর যদি তোমার আম্মার উপর ঋণ থাকত তা হলে কি তুমি তা আদায় করতে না? সুতরাং আল্লাহর হক আদায় করে দাও। কেননা আল্লাহর হকই সবচেয়ে বেশী আদায়যোগ্য।’ [সহিহ বুখারি, হাদিস: ১৮৫২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24261/article-details.html