প্রশ্ন
আমার পাশের জমিতে মালিক একটি গাছ লাগিয়েছে। সেই গাছের একটি ডাল আমার জমিতে চলে এসেছে। জানতে চাচ্ছি, উক্ত ডাল ও তার ফলের মালিক কি আমি হবো?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অন্যের মালিকানাধীন জিনিস আত্মসাৎ করা বৈধ নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ
‘তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ কর না।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৮]
গাছ যিনি লাগিয়েছেন তিনিই গাছের মালিক। কাজেই উক্ত ডালের মালিক আপনি নন। বরং গাছের মালিক।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24233/article-details.html