প্রশ্ন
আমার স্ত্রী তার বাবার বাড়ি থাকে। আমার শ্বশুর তার যাবতীয় খরচ দিয়ে দেন। তার হাত খরচের প্রয়োজন পড়ে না। জানতে চাচ্ছি, আমি যদি তার খরচ আর না দেই তাহলে কি আমি গুনাহগার হব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্ত্রীর ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব স্বামীর। এমনকি স্ত্রী যদি নিজের বাড়ি থাকে তাহলেও। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
أن تُطعمَها إذا طَعِمتَ، وتكسُوَها إذا اكتَسَيْتَ – أو اكتسبْتَ – ولا تضربَ الوجهَ، ولا تُقبِّحَ، ولا تَهْجُرَ إلا في البيت
‘তুমি যখন আহার করবে তাকেও আহার করাবে। তুমি পোশাক পরিধান করলে তাকেও পোশাক দিবে। তার মুখমন্ডলে মারবে না, তাকে গালমন্দ করবে না এবং পৃথক রাখতে হলে ঘরের মধ্যেই রাখবে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২১৪২]
তবে শ্বশুর যদি স্বেচ্ছায় নিজের মেয়ের খরচ দিয়ে দেয় এবং মেয়েরও আর খরচের প্রয়োজন না পড়ে তাহলে আপনার খরচ না দেওয়াতে কোনো গুনাহ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24209/article-details.html