প্রশ্ন
আমার হোস্টেলের রুমে আমি আর একজন থাকি। দুইজনের দুটি সিঙ্গেল খাট। আমরা কি দুই খাট এক করে একসাথে ঘুমাতে পারব কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ছেলেমেয়ের দশ বছর হয়ে গেলে তাদের বিছানা পৃথক করতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع
‘তোমাদের সন্তানদেরকে নামাযের আদেশ দাও যখন তাদের বয়স সাত বছর হবে। আর দশ বছর বয়স হলে নামাজের জন্য তাদেরকে প্রহার কর এবং তাদের পরস্পরের বিছানা আলাদা করে দাও।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫]
তাছাড়া একই চাদরের নিচে দুইজন পুরুষ বা দুইজন নারীকে ঘুমাতে হাদিস শরিফে নিষেধ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
وَلَا يُفْضِ الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي الثَّوْبِ، وَلَا تُفْضِ الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ
‘দুইজন পুরুষ যেন একই চাদরের নিচে না ঘুমায় এবং দুইজন নারী যেন একই চাদরের নিচে না ঘুমায়।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১১৬০১]
কাজেই আপনাদের জন্য এমনটি করা উচিৎ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24114/article-details.html