প্রশ্ন
যে ব্যক্তি যিনাকার তার পিছনে কি নামায আদায় হয় না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যিনাকার ব্যক্তি শরিয়তের দৃষ্টিতে ফাসেক হিসেবে গণ্য হয়। আর উপযুক্ত ব্যক্তির উপস্থিতিতে যিনাকারের পিছনে নামায পড়া মাকরূহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
وَلَا يَؤُمَّ فَاجِرٌ مُؤْمِنًا
‘কোন ফাসেক-পাপাচারী যেন মু’মিন ব্যক্তির ইমামতি না করে।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১০৮১]
তবে তার পিছনে নামায আদায় করলেও নামায হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24081/article-details.html