প্রশ্ন
কোনো নারী যদি মসজিদে হারামে জামাতে অংশগ্রহণ করে তাহলে নামাযের পর জানাযায় অংশগ্রহণ করতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নারীরা জানাযায় অংশগ্রহণ করতে পারবে না। হাদিস শরিফে এসেছে, উম্মে আতিয়া (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,
وَنَهَانَا أَنَّ نَخْرُجَ فِي جَنَازَةٍ
রাসূল (রা.) আমাদেরকে জানাযায় বের হতে নিষেধ করেছেন।’ [আল মুজামুল কাবীর, হাদিস: ৮৫]
তবে মসজিদে হারামে ফরজের পর যদি জানাযা দাঁড়িয়ে যায় তাহলে নারীরা নারীদের জন্য নির্ধারিত নামাযের স্থানে দাঁড়িয়ে জানাযায় অংশগ্রহণ করতে পারবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24073/article-details.html