প্রশ্ন
কুরআন তেলাওয়াতকে রিংটোন হিসেবে ব্যবহার করা শরিয়তের দৃষ্টিতে জায়েয আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন তেলাওয়াত করা অনেক সওয়াবের কাজ। তবে এটাকে রিংটোন হিসেবে ব্যবহার করা কোনোভাবেই উচিত নয়। কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে।
১। কেউ যখন কুরআন তেলাওয়াত করে তখন অন্যদের দায়িত্ব হলো মনোযোগ সহকারে তা শ্রবণ করা। কিন্তু রিংটোন হিসেবে ব্যবহারের ক্ষেত্রে এই আদবটি লঙ্ঘিত হয়ে থাকে।
২। যেহেতু অনেক মানুষই কুরআনের অর্থ বুঝে না এবং আর কেউ অর্থ বুঝলেও তেলাওয়াতের সময় মনোযোগ থাকে না সেহেতু প্রায় সময় এমন অবস্থায় কল রিসিভ করা হয় যার কারণে কুরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়। আর এটা যে মারাত্মক গুনাহের কাজ তা তো বলাই বাহুল্য।
৩। অনেক সময় টয়লেটে থাকা অবস্থায়ও কল চলে আসে। তখন অপবিত্র স্থানে কুরআন তেলাওয়াতের কারণে কুরআনের মর্যাদা ক্ষুণ্ন হয়।
তাই কুরআন মাজিদকে রিংটোন হিসেবে ব্যবহার করা থেকে বেঁচে থাকা জরুরি।
আততিবয়ান ফী আদাবী হামালাতিল কোরআন,পৃ.৪৬;হুক্কুত তিলাওয়া,শাইখ উসমান ৪০১;ফাতাওয়ায়ে আলমগীরী ৫/৩১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1635/article-details.html