প্রশ্ন
আমার ছেলের নাম আসওয়াদ আজমাইন রাখতে চাচ্ছি। প্রশ্ন হল, এ নাম রাখা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সন্তানের সুন্দর ও অর্থবহ নাম রাখা পিতা মাতার কর্তব্য। হাদিস শরিফে এসেছে রাসূল (সা.) বলেছেন,
إنّكم تُدعَوْنَ يومَ القيامَةِ باسمائِكُم وأسماءِ آبائكُم، فاحسِنُوا أسماءكم
‘কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৪৮]
আসওয়াদ ও আজমাইন উভয়ই আরবী শব্দ। আসওয়াদ অর্থ কালো। আর আজমাইন অর্থ সকলে। কালো সকলে কোনো ভালো অর্থবোধক নাম নয়। কাজেই এনাম রাখা যাবে না। বরং এর পরিবর্তে আসআদ নাম রাখতে পারেন। যার অর্থ হল, অধিক সৌভাগ্যবান।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23957/article-details.html