প্রশ্ন
আমাদের গ্রামে প্রচলিত যে, শনিবারে কোথাও যাওয়া ঠিক না। জানতে চাচ্ছি, এটা কতটুকু শরিয়ত সম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এটা মোটেও শরিয়ক সম্মত নয়। বরং এগুলো কুসংস্কার। এগুলো মানা যাবে না। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: لَا عَدْوَى، وَلَا طِيَرَةَ، وَلَا هَامَةَ، وَلَا صَفَرَ
‘আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, রোগে সংক্রমণ নেই। শুভ-অশুভ আলামত বলে কিছু নেই। পেঁচায় অশুভ আলামত নেই এবং সফর মাসে অকল্যাণ নেই।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৭৫৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23947/article-details.html