প্রশ্ন
থুতনির নিচের অংশ কি চেহারার অন্তর্ভুক্ত? তা নামাযে ঢাকতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, থুতনির নিচের অংশ চেহারার অর্ন্তভুক্ত না। কাজেই নারীদেরকে তা ঢেকে নামায পড়তে হবে। উল্লেখ্য, নারীদের মুখমন্ডল, হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া বাকী সমস্ত অঙ্গ নামাযে ঢেকে রাখা জরুরি। ড. ওয়াহবা যুহাইলী বলেন-
المراة الحرة…. جميع بدنها حتى شعرها النازل على الاصح، ما عدا الوجه والكفين، والقدمين ظاهرهما وباطنهما على المعتمد…..وقال…. القدمان ليس بعورة فى حق الصلوة على المعتمد
‘বিশুদ্ধ ও নির্ভরযোগ্য মতানুসারে স্বাধীন মহিলার মুখমণ্ডল, উভয় হাত কব্জি পর্যন্ত ও দু’নো পায়ের উপরাংশ ও নিম্নাংশ ব্যতিত পুরো শরীর এমনকি ঝুলন্ত চুলও সতরের অন্তর্ভুক্ত। এবং নির্ভরযোগ্য মতানুসারে নামাযে উভয় পা সতরের অন্তর্ভুক্ত নয়।’ [আল-ফিক্বহুল ইসলামী ওয়াআদিল্লাতুহু ১/৬৩৮]
ফুকাহায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, থুতনি চেহারার অন্তর্ভুক্ত। ইমাম কাসানী তার কিতাবে লিখেন,
ولم يذكر في ظاهر الرواية حد الوجه، وذكر في غير رواية الأصول أنه من قصاص الشعر إلى أسفل الذقن، وإلى شحمتي الأذنين، وهذا تحديد صحيح
‘জাহেরী রেওয়ায়েতে চেহারার সীমা সম্পর্কে কোনো বিবরণ পাওয়া যায় না। তবে গাইরে জাহেরী রেওয়ায়েতে আছে, চেহারার সীমা হল, মাথার চুল উঠার স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত। আর এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। এটাই সঠিক সীমা।’ [বাদায়েউস সানায়ে ১/৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23860/article-details.html