প্রশ্ন
কবর যিয়ারতের জন্য কি অজু শর্ত? অজু ছাড়া কি কবর যিয়ারত করা যায় না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কবর যিয়ারতে সাধারণত মৃতের জন্য দোয়া করা হয়। সাহাবায়ে কেরাম কবর যিয়ারতের সময় বিভিন্ন দোয়া পড়তেন বলে হাদিস শরিফে উল্লেখ রয়েছে। রাসূল (সা.) তাদেরকে এগুলো শিখিয়েছেন। এর মধ্যে একটি হল-
السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلاَحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ
‘হে মুমিন-মুসলমান কবরবাসী! আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ অবশ্যই আমরাও আপনাদের সাথে মিলিত হব। আল্লাহর কাছে আমাদের ও আপনাদের নিরাত্তা কামনা করছি।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৩০২]
আর দোয়ার জন্য অজু শর্ত নয়। কাজেই অজু ছাড়াও কবর যিয়ারত করা যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23722/article-details.html