প্রশ্ন
নন মাহরাম পুরুষের ঝুটা কি নারীদের জন্য পাক? নারীরা কি তা পান করতে বা খেতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গায়রে মাহরাম পুরুষের ঝুটা ব্যবহার করা বা পানকৃত পানির অবশিষ্টাংশ পান করা জায়েয আছে। হাদিস শরিফে এসেছে-
عن أم صبية الجهنية قال وزعم أنها قد أدركت وبايعت رسول الله صلى الله عليه و سلم قالت اختلفت يدي ويد رسول الله صلى الله عليه و سلم في الوضوء من إناء واحد
‘উম্মে সুবাইয়া (রা.) বলেন: আমি এবং রাসূল (সা.) অজুর সময় একই পাত্র থেকে পানি নিয়ে অজু করেছি।’ [শরহু মাআনিল আসার, হাদিস: ৯১]
আলবাহরুর রায়েক ১/১২৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/১২১; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23672/article-details.html