প্রশ্ন
খুতবার সময় চাঁদা আদায় করা কি জায়েয আছে? বর্তমানে বিভিন্ন মসজিদে খুতবার সময় চাঁদা আদায় করা হয়। এটা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খুতবা শ্রবণ করা ওয়াজিব। খুতবা চলাকালে অন্যান্য কাজ করা নিষেধ।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.)বলেন,
إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ
অর্থ:‘জুমার দিন খুতবার সময় যদি তুমি অন্য কাউকে চুপ করতে বল, তাহলেও তুমি অনর্থক কাজ করলে।’[সহীহ বুখারী, হাদীস:৯৩৪]
তাই খুতবা চলাকালে চাঁদা উঠানো জায়েয হবে না। প্রয়োজন হলে খুতবার আগে বা পরে উঠাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1615/article-details.html