প্রশ্ন
আমার সামনে যদি কোনো বিধর্মী ব্যক্তি হাঁচি দেয় তাহলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, বিধর্মীদের হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না। বরং ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’ বলতে হবে। হাদিসে এমনটি এসেছে। হাদিস শরিফে এসেছে,
كانت اليهودُ تعاطَسُ عند النبي صلى الله عليه وسلم، رجاء أن يقولَ لها: يرحمُكُم اللهُ، فكان يقول: “يهدِيكُم اللهُ ويُصْلِحُ بالكُم
‘আবূ বুরদা (রহ.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, ইয়াহুদীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে এই আশায় ইচ্ছাকৃতভাবেই হাঁচি দিতো যে, তিনি তাদের হাঁচির জবাবে ’ইয়ারহামুকাল্লা’ বলবেন। কিন্তু তিনি বলতেন, ’ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৩৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23588/article-details.html