প্রশ্ন
আমি একজন উপস্থাপক। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করে থাকি। শ্রোতা হিসেবে অনেক সময় মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও থাকে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে সালাম দেওয়ার পদ্ধতি কী হতে পারে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিধর্মীদেরকে আগ বেড়ে সালাম দেওয়া নিষেধ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لاَ تَبْدَءُوا الْيَهُودَ وَلاَ النَّصَارَى بِالسَّلاَمِ
‘ইয়াহুদী ও নাসারাদের আগে বাড়িয়ে সালাম করো না।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৫৫৪]
কোনো মজলিসে যদি মুসলিম অমুসলিম সব ধরনের শ্রোতা থাকে সেক্ষেত্রে সালাম দেওয়ার পদ্ধতি হল তাই যা হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে,
أَنَّ ابْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ: أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَخْبَرَهُ أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فِي نَفَرٍ مِنْ قُرَيْشٍ وَكَانُوا تِجَارًا بِالشَّأْمِ فَأَتَوْهُ فَذَكَرَ الْحَدِيثَ قَالَ: ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقُرِئَ، فَإِذَا فِيهِ: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللهِ وَرَسُولِهِ، إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ، السَّلَامُ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى، أَمَّا بَعْدُ
‘আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন যে, আবু সুফিয়ান ইবনে হারব তাকে বলেছেন, হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে ডেকে পাঠালেন, কুরাইশদের ঐ দলসহ যারা ব্যবসার জন্য সিরিয়া গিয়েছিলেন। তাঁরা সবাই তাঁর নিকট হাজির হলেন। এরপর তিনি ঘটনার বর্ণনা করেন। শেষে বললেন যে, তারপর হিরাক্লিয়াস রাসূল (সা.)-এর চিঠিটি আনালেন এবং তা পাঠ করা হল। এতে ছিল ‘বিসমিল্লা-হির রহমা-নির রহীম’ আল্লাহর বান্দা ও তাঁর রাসূল মুহাম্মাদ এর পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি السَّلاَمُ عَلٰى مَنْ اتَّبَعَ الْهُدى শান্তি বর্ষিত হোক তাদের উপর যারা সৎপথ অনুসরণ করেছে।’ [সহিহ বুখারি, হাদিস: ৬২৬০]
অথবা সালাম দেওয়ার সময় মনে মনে মুসলিমদেরকে উদ্দেশ্য করবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23580/article-details.html