প্রশ্ন
আমি একটি মেয়েকে দেখে বিয়ের জন্য পছন্দ করেছি। তাকে কিছু বিষয় জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। জানতে চাচ্ছি, ফোনে তার সাথে কথা বলতে পারব কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিবাহের উদ্দেশ্যে পাত্রী দেখা ও দেখানো উভয়টি জায়েয।
হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: « كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَأَتَاهُ رَجُلٌ، فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنَ الْأَنْصَارِ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَنَظَرْتَ إِلَيْهَا؟ قَالَ: لَا، قَالَ: فَاذْهَبْ، فَانْظُرْ إِلَيْهَا، فَإِنَّ فِي أَعْيُنِ الْأَنْصَارِ شَيْئًا
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি মহানবী (সা.)-এর নিকট এসে বলল, আমি একজন আনসারী রমণীকে বিয়ে করতে চাচ্ছি। এ কথা শুনে মহানবী (সা.) বললেন, ‘মেয়েটিকে দেখে নাও। কেননা আনসারীদের কারো চোখে আবার সমস্যা থাকে।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৪২৮]
আপনি যেহেতু একবার দেখে ফেলেছেন তাই এখন বিয়ের আগে পুনরায় তাকে দেখতে পারবেন না এবং তার সাথে ফোনে কথা বলতে পারবেন না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23358/article-details.html