প্রশ্ন
একটি বইয়ে পেলাম, দুনিয়া আখেরাতের শস্যক্ষেত্র। উক্ত বইয়ে এটাকে হাদিস বলা হয়েছে। জানতে চাচ্ছি, এটা কি আসলেই হাদিস?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এটা হাদিস নয়। যদিও এ বক্তব্যের মূল বিষয়টা সত্য। কিন্তু এটাকে হাদিস বলে চালিয়ে দেওয়া যাবে না। ইমাম সাখাবী (রহ.) বলেন,
‘উক্ত বক্তব্য আমি হাদিসের কিতাবে খুঁজে পাইনি।’ [আলমাকাসিদুল হাসানাহ, পৃ. ৪৯৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23287/article-details.html