প্রশ্ন
জান্নাতে বৃদ্ধদের সর্দার কে হবেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জান্নাতে বৃদ্ধদের সর্দার হবেন আবু বকর (রা.) ও উমর (রা.)। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
أَبُو بَكْرٍ وَعُمَرُ سَيِّدَا كُهُولِ أَهْلِ الجَنَّةِ مِنَ الأَوَّلِينَ وَالآخِرِينَ مَا خَلَا النَّبِيِّينَ وَالمُرْسَلِينَ، لَا تُخْبِرْهُمَا يَا عَلِيُّ
‘আবু বকর ও উমর নবী-রাসূলগণ ছাড়া পূর্বাপর সমস্ত বয়স্ক জান্নাতবাসীর নেতা হবেন। হে আলী! তাদের দু’জনকে জানাইও না।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৩৬৬৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23241/article-details.html