প্রশ্ন
বীর্য যদি শুকিয়ে যায় তাহলে কি তা পাক হয়ে যায়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বীর্য নাপাক। শুকিয়ে গেলেও তা নাপাকই থাকে। পাক হয় না। হাদিস শরিফে এসেছে,
عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ: «سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْمَنِيِّ يُصِيبُ الثَّوْبَ؟ فَقَالَتْ: كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَيَخْرُجُ إِلَى الصَّلَاةِ، وَأَثَرُ الْغَسْلِ فِي ثَوْبِهِ بُقَعُ الْمَاءِ
‘সুলাইমান ইবনে ইয়াসার (রা.) হতে বর্ণিত। ‘আমি আয়েশা (রা.)-কে কাপড়ে লাগা বীর্য সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল (সা.)-এর কাপড় হতে তা ধুয়ে ফেলতাম। তিনি কাপড় ধোয়ার ভিজা দাগ নিয়ে নামাজে বের হতেন।’ [সহিহ বুখারি, হাদিস: ২৩০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23217/article-details.html