প্রশ্ন
আমরা সারা জীবন জেনে এসেছি যে, কুরবানির গোশত তিন ভাগ করে এক ভাগ নিজে খাবে, এক ভাগ আত্মীয়-স্বজনকে দিবে, আর এক ভাগ গরিবদেরকে দিবে। কিন্তু কিছুদিন আগে এক আলেম থেকে শুনলাম যে,পুরা গোশতই নাকি নিজে খেতে পারবে। তার কথাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জি, উক্ত আলেমের কথাটি সঠিক। কুরবানির গোশত তিন ভাগ করে বণ্টনের যে নিয়মটি রয়েছে সেটা ফরজ বা ওয়াজিব নয়। বরং উত্তম ও মুস্তাহাব।
তাই কুরবানির গোশত আপনি যতদিন ইচ্ছা ততদিন জমা রেখে খেতে পারবেন।
তবে একজন মুমিনের জন্য মুস্তাহাব বিষয়ের প্রতিও গুরুত্ব দেওয়া উচিত।
হিদায়াহ ৪:৪০; আদদুররুল মুখতার ৬:৩২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1588/article-details.html