প্রশ্ন
ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত করার বিধান কী? এ রাতে ইবাদত করার বিশেষ কোনো নিয়ম আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত করা মুস্তাহাব।
তবে এ রাতে ইবাদতের বিশেষ কোনো নিয়ম নেই। স্বাভাবিকভাবেই জিকির-আযকার এবং অন্যান্য নফল ইবাদত করা যাবে।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা:) বলেন,
‘যে ব্যক্তি দুই ঈদের রাতে সওয়াবের নিয়তে ইবাদত করবে তার হৃদয় সেদিনও জীবিত থাকবে যেদিন সকল হৃদয়ের মৃত্যু ঘটবে।’ [সুনানে ইবনে মাযাহ, হাদীস:১৭৮২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1584/article-details.html