প্রশ্ন
আমার বাবা হজ্বের এহরাম অবস্থায় শরীর চুলকানোর কারণে ৬/৭টি পশম পড়ে যায়। জানতে চাই যে, এতে কি তার উপর কোনো কাফফারা দিতে হবে? দিতে হলে তা কি দেশে দেওয়া যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে উল্লেখিত ক্ষেত্রে আপনার বাবার একটি ফেতরা পরিমাণ খাদ্যশস্য বা তার মূল্য সদকা করা লাগবে। এই সদকা আপনি দেশেও আদায় করতে পারবেন। তবে হারাম এলাকায়ই এ সদকা দেওয়া উত্তম।
বাদায়েউস সানায়ে ২/৪২২; মানাসিকে মুল্লা আলী পৃ. ৩২৭; গুনয়াতুন নাসিক পৃ. ২৬৩,২৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1575/article-details.html