প্রশ্ন
ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে বারবার বলে, তোকে তালাক দিব। জানতে চাচ্ছি, এর দ্বারা তালাক পতিত হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
‘তোকে তালাক দিয়ে দিব’ -এটা ভবিষ্যতের কথা। এ কথা বলার দ্বারা তালাক পতিত হয় না।
উল্লেখ্য, সময়ে অসময়েয় কারণ ছাড়া তালাকের আলোচনা করা উচিত নয়। এতে অনেক সময় তালাক পতিত হয়ে যায়। তাই সকলের কর্তব্য হল, এ সংক্রান্ত মাসআলাগুলো আগেই ভালো করে জেনে নেওয়া।
ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮৪; তানকীহুল ফাতাওয়াল হামীদিয়া ১/৩৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22816/article-details.html