প্রশ্ন
রাসূল (সা.)-এর জানাযার নামাযের ইমাম কে ছিলেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সম্মিলিতভাবে সাহাবায়ে কেরাম রাসূল (সা.)-এর জানাযার নামাজ পড়েননি। বরং দলে দলে পড়েছেন। কাজেই নির্দিষ্টভাবে কোনো ইমাম ছিল না। হাদিস শরিফে এসেছে,
‘সাহাবায়ে কেরাম আবু বকর (রা.) কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূলের বন্ধু! রাসূল (সা.) এর জানাযার নামায কি পড়া হবে? তিনি বললেন, হ্যাঁ। জিজ্ঞাসা করা হলো, কিভাবে? তিনি বললেন, এভাবে যে, এক এক জামাত প্রবেশ করবে এবং জানাযা পড়ে বেরিয়ে আসবে। তারপর অন্য জামাত প্রবেশ করবে। {এভাবে পৃথক পৃথকভাবে প্রত্যেকেই রাসূল (সা.) এর উপর আলাদা আলাদাভাবে জানাযা নামায পড়ে নিবে]। সাহাবাগণ আবু বকর (রা.) কে জিজ্ঞাসা করলেন, তাঁকে কি দাফন করা হবে? তিনি বললেন, অবশ্যই। জিজ্ঞাসা করা হলো, কোথায়? তিনি বললেন, যেখানে আল্লাহ তাআলা তাঁর রূহ কবজ করেছেন সেখানেই। কেননা, আল্লাহ পাক নিশ্চয় তাঁকে এমন স্থানে মৃত্যু দান করেছেন যে স্থানটি পবিত্র। লোকদের বিশ্বাস হয়ে গেল যে, তিনি যা কিছু বলছেন তা সবই ঠিক। তারপর রাসূল (সা.) এর পরিবার ও বংশীয় লোকদেরকে আবু বকর (রা.) গোসল করানোর নির্দেশ দিলেন।’ [শামায়েলে তিরমিযি, হাদিস: ৩৭৯, ৩৯৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22771/article-details.html