প্রশ্ন
এলাকার একটি বিড়াল মানুষের হাঁস মুরগী মেরে ফেলছে। জানতে চাচ্ছি, ক্ষতি থেকে বাঁচার জন্য উক্ত বিড়ালকে মেরে ফেলা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, আপনি বিড়ালটিকে মেরে ফেলতে পারবেন। তবে মারার সময় বিড়ালটিকে জবাই বা এর চেয়েও সহজ কোন পন্থায় মেরে ফেলা চাই, যাতে করে বিড়ালটি খুব কষ্ট না পায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
‘আল্লাহ তাআলা সব জিনিসের ক্ষেত্রে ইহসানকে অপরিহার্য করেছেন। সুতরাং তোমরা যখন কোন কিছুকে হত্যা করবে তখন সুন্দর ও সহজভাবে হত্যা করবে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৪০৯]
রদ্দুর মুহতার ৬/৩৮৮-৩৮৯, ফাতাওয়া আলমগীরী ৫/৩৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22712/article-details.html