প্রশ্ন
রুকুতে সেজদার তাসবীহ কিংবা সেজদাতে রুকুর তাসবীহ পাঠ করলে নামায নষ্ট হয়ে যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রুকুতে ও সেজদায় তাসবীহ পাঠ করা সুন্নত। ওয়াজিব কিংবা ফরয নয়। আর সুন্নতে সমস্যা হলে নামায নষ্ট হয় না।
কাজেই রুকু সেজদার তাসবীহে ভুল হলেও নামায শুদ্ধ হয়ে যাবে।
আদদুররুল মুখতার ১/৪৯৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22670/article-details.html