প্রশ্ন
পরীক্ষায় পাশ করলে এক খতম কুরআন পড়ার মান্নত করেছিলাম। পরীক্ষায় পাশ করেছি। জানতে চাচ্ছি, এখন আমার উপর কুরআন পাঠ করা কি আবশ্যক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ভালো কাজের মান্নত করলে তা পূরণ করা আবশ্যক। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
‘যে ব্যক্তি এরূপ মানত করে যে, সে আল্লাহর আনুগত্য করবে, সে যেন তাঁর আনুগত্য করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৬৯৬]
কাজেই উক্ত মান্নত পূরণ করা আপনার উপর আবশ্যক।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22634/article-details.html