প্রশ্ন
একটি বইয়ে একটি হাদিস পেলাম যে, রাসূল (সা.) জিবরাইল (আ.)-কে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। জানতে চাচ্ছি, উক্ত হাদিসটি কি সহিহ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, জিবরাইর (আ.)-এর বয়স সংক্রান্ত যে সকল হাদিস বিভিন্ন বইয়ে পাওয়া যায় সেগুলো জাল ও ভিত্তিহীন। উক্ত হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনগণের বক্তব্য হল,
وهذا كذب قبيح، قبّح االله من وضعه وافتراه
‘এটা নিকৃষ্ট মিথ্যা কথা। যারা এ জাতীয় কথা বানিয়েছে আল্লাহ তাদেরকে নিকৃষ্ট বানিয়ে দিক।’ [মুরশিদুল হাইর লি বায়ানি ওয়াজয়ি জাবের, পৃ.১২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22616/article-details.html