প্রশ্ন
আমি একটি বইয়ে একটি হাদিস পেলাম। হাদিসটি হল, مَوْقِفُ سَاعَةٍ فِي سَبِيلِ اللهِ خَيْرٌ مِنْ قِيَامِ لَيْلَةِ الْقَدْرِ عِنْدَ الْحَجَرِ الأَسْوَدِ। জানতে চাচ্ছি, উক্ত হাদিসটি কি শুধু জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য নাকি হাদিসে ফি-সাবিলিল্লাহর অর্থটি ব্যাপক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পুরো হাদিসটির প্রতি লক্ষ্য করলে বুঝা যায় যে, হাদিসটির অর্থটি ব্যাপক নয়। বরং উক্ত হাদিসটি শুধু জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ كَانَ فِي الرِّبَاطِ، فَفَزِعُوا إِلَى السَّاحِلِ، ثُمَّ قِيلَ: لَا بَأْسَ، فَانْصَرَفَ النَّاسُ وَبقي أَبُو هُرَيْرَةَ وَاقِفا، فَمَرَّ بِهِ إِنْسَانٌ، فَقَالَ: مَا يُوقِفُكَ يَا أَبَا هُرَيْرَةَ؟ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: “مَوْقِفُ سَاعَةٍ فِي سَبِيلِ اللهِ خَيْرٌ مِنْ قِيَامِ لَيْلَةِ الْقَدْرِ عِنْدَ الْحَجَرِ الأَسْوَدِ
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি সীমান্ত পাহারায় ছিলেন। উপস্থিত সাহাবায়ে কেরামের দল ভয়ে সমুদ্রের তীরে চলে গেলেন। তাদেরকে বলা হল, ভয়ের কিছু নেই। তখন তারা পুনরায় ফিরে আসলেন। এসে দেখলেন, আবু হুরায়রা (রা.) তখনও সেখানে দাঁড়িয়ে। লোকেরা জিজ্ঞাসা করল, কোন জিনিস আপনাকে দাঁড় করিয়ে রেখেছে? তিনি বললেন, আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি, আল্লাহর পথে সামান্য সময় অবস্থান করা হজরে আসওয়াদকে সামনে নিয়ে ক্বদরের রাতে ইবাদত করার চেয়েও উত্তম।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৩৪৩]
কাজেই উক্ত হাদিসটিকে শুধু জিহাদের তথা সীমানা পাহারার ক্ষেত্রে ধরতে হবে। অন্যক্ষেত্রে এই হাদিসটি প্রয়োগ করা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/22590/article-details.html