প্রশ্ন
আমি এক ব্যক্তির কাছে একটি কম্পিউটার বিক্রি করেছি ৩০ হাজার টাকায়। উক্ত কম্পিউটার কি আমি আবার তার কাছ থেকে ৪০ হাজারে কিনতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ্য। আপনি যদি প্রথমবার বিক্রির পর উক্ত কম্পিউটার তাকে বুঝিয়ে দিয়ে থাকেন এবং পূর্বে থেকে যদি এই দ্বিতীয়বার ক্রয় বিক্রয়ের বিষয়টি সিদ্ধান্তকৃত না থাকে তাহলে দ্বিতীয়বার বেশি দিয়ে ক্রয় করতে কোনো সমস্যা নেই।
কিন্তু যদি আপনারা পরস্পর এভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে, আপনি তার কাছে বিক্রি করবেন এবং পুনরায় তাকে লাভ দিয়ে তার কাছ থেকে ক্রয় করবেন তাহলে তা হিলা কৌশল করে সুদ গ্রহণের মত হয়ে যায়। তাই এ পদ্ধতি বৈধ হবে না।
আর যদি কম্পিউটারটি প্রথম বিক্রির পর আপনি হস্তান্তর না করে থাকেন তাহলে এই ক্রয় বিক্রয় শুদ্ধ হবে না। কারণ শরিয়তের দৃষ্টিতে তখন একে বাইয়ে ঈনা বলা হবে। আর বাইয়ে ঈনা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। হাদিস শরিফে এসেছে,
عن ابن عمر، قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر، ورضيتم بالزرع، وتركتم الجهاد، سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم
‘ইবনে উমর (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি, যখন তোমরা ঈনা পদ্ধতিতে ব্যবসা করবে, গরুর লেজ আঁকড়ে ধরবে, কৃষিকাজেই সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা ও অপমান চাপিয়ে দিবেন। তোমরা তোমাদের দ্বীনে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তোমাদেরকে এই অপমান থেকে মুক্তি দিবেন না।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৪৬২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22542/article-details.html