প্রশ্ন
একটি বইয়ে পেলাম, মুমিনের হৃদয় হল আল্লাহর আরশ। জানতে চাচ্ছি, এটা কি কোনো হাদিস?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এটি কোনো হাদিস নয়। বরং এটি একটি জাল বর্ণনা। আল্লামা সাগানী (রহ.) বলেন,
‘এটি জাল একটি জাল বর্ণনা।’ [রিসালাতুল মাউযুআত, পৃ.৭]
কাজেই উক্ত বক্তব্যকে হাদিস বলার সুযোগ নেই।
কাশফুল খফা ২/১০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22476/article-details.html