প্রশ্ন
আমি একজন ব্যবসায়ী। আমার দোকানে তিন লক্ষ টাকার মাল আছে। কিন্তু এ বছর আমার ছেলে অসুস্থ হওয়ায় তার পিছনে বড় একটা অ্যামাউন্ট খরচ করতে হয়। যার ফলে আমি ৫ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ি। জানতে চাচ্ছি, এ বছর কি আমার যাকাত দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ব্যক্তি ও পারিবারিক উদ্দেশ্যে নেওয়া ঋণ বাদ দিয়ে যাকাত হিসেব করতে হয়। হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) বলেন,
ليس في الدين زكاة
‘ঋণের উপর যাকাত নেই।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১০৫৫০]
যেহেতু আপনার ব্যবসায়িক সম্পদের চেয়ে ঋণের পরিমাণ বেশি তাই আপনাকে এ বছর যাকাত দিতে হবে না।
রদ্দুল মুহতার ২/২৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22440/article-details.html