প্রশ্ন
বাচ্চা হওয়ার কতদিন পর সহবাস করা যায়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বাচ্চা প্রসবের পর নারীতের জরায়ু থেকে যে রক্ত বের হয় তাকে নেফাস বলে। কুরআন-হাদিসের সুস্পষ্ট ভাষ্যমতে হায়েয ও নেফাস অবস্থায় স্ত্রী সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম ও কবীরা গুনাহের অন্তর্ভুক্ত।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
‘ওরা তোমাকে মাসিকের ব্যাপারে জিজ্ঞেস করে। বলে দাও, এটা কষ্ট। তাই মাসিকের দিনগুলোতে নিজেদেরকে তাদের থেকে আলাদা রাখো। যতক্ষণ তারা পরিচ্ছন্ন হয়ে না যাচ্ছে, ততক্ষণ তাদের কাছে যাবে না। তারপর যখন তারা নিজেদেরকে পরিচ্ছন্ন করে, তখন তাদের কাছে যাও, যেখানে যেতে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ অবশ্যই তাদেরকে ভালোবাসেন, যারা বার বার তাঁর কাছে ক্ষমা চায়। তিনি তাদেরকে ভালোবাসেন যারা নিজেদেরকে সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে।’ [সূরা বাকারাহ, আয়াত: ২২২]
নেফাসের সর্বোচ্চ মেয়াদ হল ৪০ দিন। নিফাসের সর্বনিম্ন কোনো সময় নেই।
তাই কোনো মহিলার যদি চল্লিশ দিনের পূর্বে নেফাস বন্ধ হয়ে যায় তাহলে তার জন্য গোসল করে পবিত্র হয়ে নামাজ-রোযা করা জরুরি। সে অবস্থায় সহবাসও হালাল হয়ে যায়।
তিরমিযি (রহ.) বলেন,
‘নবী (স.) সাহাবিগণ,তাবেয়িগণ এবং তাঁদের পরবর্তী আলেমগণ এ মর্মে একমত হয়েছেন যে, নিফাসগ্রস্ত নারী চল্লিশ দিন পর্যন্ত নামায পড়বেন না; তবে চল্লিশ দিনের আগেই যদি পবিত্রতা দেখেন তাহলে তিনি গোসল করে নামায পড়া শুরু করবেন।’ [আল-মাজমু (২/৫৪১)]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22297/article-details.html