প্রশ্ন
আমি মান্নত করেছিলাম যে, পরীক্ষায় পাশ করলে গরিবদেরকে ১ হাজার টাকা দিব। জানতে চাচ্ছি, উক্ত টাকা আমি একজন গরিবকে দিতে পারব কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো ইবাদতের মান্নত করলে তা পূরণ করা আবশ্যক। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلْيُوفُوا نُذُورَهُمْ
‘তারা যেন তাদের মানতসমূহ পূরণ করে।’ [সূরা হজ্ব, আয়াত: ২৯]
সুতরাং আপনি উক্ত মান্নতের টাকা একজন গরিব ব্যক্তিকে দিতে পারবেন। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22192/article-details.html