প্রশ্ন
আমি এক গার্মেন্টসে কাটিং মাস্টারের চাকরি করি। সেখানে মেয়েদের শরিয়ত বিরোধী পোশাক কাটাকাটি করতে হয়। জানতে চাচ্ছি, উক্ত কাজের ইনকাম কি হালাল হচ্ছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি উক্ত কাটাকাটিতে আপনার নিয়ত থাকে অশ্লীলতার প্রচার প্রসার তাহলে তা আপনার জন্য হারাম হবে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
‘মন্দকর্ম ও সীমালঙ্ঘনে তোমরা পরস্পরের সহযোগিতা করো না।’ [সূরা মায়েদা, আয়াত: ২]
কিন্তু যদি নিছক অর্থ উপার্জনের নিয়ত থাকে তাহলে নাজায়েয না হলেও অনুত্তম। তবে আপনার ইনকাম হালাল হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22144/article-details.html