প্রশ্ন
গতবার আমার উমরার সফরে একবার তাওয়াফ করি। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে তাওয়াফের পর যে দুই রাকাত নামায পড়া হয় তার আর পড়া হয়নি। পরবর্তীতে সেই দুই রাকাত নামাযের কথা ভুলে যাই। এখন দেশে চলে এসেছি। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় নিয়ম হল, মাকামে ইবরাহীমের পিছনে তাওয়াফের দুই রাকাত নামাজ পড়া। তবে কেউ যদি হেরেম শরিফের বাহিরে আদায় করে তাহলে তাও শুদ্ধ হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে,
উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, ‘রাসূল (সা.) মক্কা থেকে প্রত্যাবর্তনের সময় তাকে বলেছেন, যখন ফজরের নামায শুরু হবে এবং লোকেরা নামাযরত অবস্থায় থাকবে তখন তুমি উটে আরোহণ করে তাওয়াফ করে নিবে। বর্ণনাকারী বলেন, তিনি তাই করলেন এবং (দুই রাকাত) নামায না পড়ে বের হয়ে এলেন।’ [সহিহ বুখারি ১/২২০]
সেটাও যদি সম্ভব না হয় তাহলে দেশে ফিরে আসলে এখানেই তা পড়ে নিবে। যদি কাজটি মাকরূহ হবে। কিন্তু তাওয়াফের নামায হিসেবে তা আদায় হয়ে যাবে। উক্ত কারণে কোনো কিছু আবশ্যক হবে না। হাদিস শরিফে এসেছে,
‘এক ব্যক্তি তাওয়াফের পর দুই রাকাতের কথা ভুলে গিয়েছে এবং সেখান থেকে চলে গিয়েছে। তার সম্পর্কে আতা (রহ.) বলেন, যখন তার নামাযের কথা স্মরণ হবে তখনই তা পড়ে নিবে। এতে তার উপর কোনো কিছু আবশ্যক হবে না।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১৫১৮২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22097/article-details.html