প্রশ্ন
আমি শুনেছি, কেউ যদি ১২ই জ্বিলহজ্ব সূর্যাস্তের পর মিনায় অবস্থান করে তাহলে পরবর্তী দিন ১৩ই জ্বিলহজ্বও রমী করতে হয়। আমার প্রশ্ন হল, কেউ যদি ১২ই জ্বিলহজ্ব সূর্যাস্তের পর মিনায় অবস্থান করে কিন্তু ১৩ তারিখ রমী না করেই ফিরে আসে তাহলে তার উপর দম আসবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
১২ তারিখ দিবাগত রাতে মিনায় অবস্থান করা উত্তম। সাথে সাথে ১৩ তারিখ রমী করাও উত্তম। রাসূল (সা.) এমনটি করেছেন।
হাদিস শরিফে এসেছে,
‘আয়েশা সিদ্দীকা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) আইয়ামে তাশরীকের (অর্থাৎ ১১, ১২ ও ১৩ যিলহজ্বের) রাতগুলোতে মিনায় অবস্থান করতেন এবং সূর্য যখন ঢলে যেত তখন প্রতি জামরায় ৭টি করে কংকর নিক্ষেপ করতেন।’ [সুনানে আবু দাউদ ১/২৭১]
তবে কেউ যদি মিনায় না থাকতে চান তাহলে রমী করার পর ১২ তারিখ সূর্যাস্তের পূর্বেই চলে যেতে হবে। কারণ ১২ তারিখ সূর্যাস্তের পূর্বে রমী করে মিনা ত্যাগ করতে না পারলে সূর্যাস্তের পর মিনা ত্যাগ করা মাকরূহ। তবে এ কারণে কোনো জরিমানা আসবে না।
ইবরাহীম (রহ.) বলেছেন, কারো যদি মিনায় আইয়ামে তাশরীকের দ্বিতীয় দিন সন্ধ্যা হয়ে যায় তাহলে তৃতীয় দিন আসার পূর্বে সে মিনা ত্যাগ করবে না। [মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস: ১২৯৫৪, ১২৯৫৯]
তবে কেউ যদি ১৩ তারিখ সুবহে সাদিক মিনায় অবস্থান করে ফেলে তাহলে ঐ দিন রমী করতে হবে। তার জন্য ঐ দিন রমী করা ওয়াজিব। রমী না করে চলে গেলে দম ওয়াজিব হবে।
রদ্দুল মুহতার ২/৫২১, আহকামে হজ্ব পৃ. ৮৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22081/article-details.html