প্রশ্ন
এক ব্যক্তি রূপার নেসাব হিসেবে নেসাব পরিমাণ মালের মালিক। স্বর্ণের নেসাব হিসেবে নয়। এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। কারণ, এ ব্যক্তিও ধনীদের কাতারে শামিল। আর হাদিস শরিফে এসেছে রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ، وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ
‘অবস্থাপন্ন সচ্ছল ও সুস্থ-সবল লোকের জন্য ষাকাত নেয়া বৈধ নয়।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৬৫২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22071/article-details.html